শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪

(অ)প্রেম পত্র


সুচরিতাষু, 
ভেবেছিলাম খুব আবেগ দিয়ে অনুভূতি দিয়ে একটা প্রেমপত্র লিখবো। কিন্তু লিখতে বসে বুঝতে পারলাম কৌশোরের যে অদম্য ও তীব্র প্রেমের অনুভুতি সেটাতে অনেক পরিপক্কতা এসেছে। আগের মত আর আবগে এসে ঝাপ্টে ধরে না, বরং আসে ধীরে ধীরে।