বুধবার, ২৩ জুন, ২০২১

দেশ দেশান্তরে শিশু-শিক্ষার রকমফের

 তিনটি দেশের শিক্ষা-ব্যবস্থা নিয়ে লেখা এই ধরনের বই বাংলা ভাষায় নেই বললেই চলেঅন্য দুই দেশ ছাড়াও বাংলাদেশের শিক্ষা-ব্যবস্থা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়ার সুযোগ আছে এই বইয়েএটা বললে অত্যুক্তি হবে না যে আমাদের শিক্ষাব্যবস্থা পৃথিবীর দুর্বলতম শিক্ষা-ব্যবস্থাগুলোর একটিএই বই পড়ে সেই ধারণা পোক্ত হওয়ার সম্ভবনা বাড়বে বৈ কমবে না

বাংলাদেশসহ পৃথিবীর আরো দুটি দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কেও বলা আছে এই এক মলাটের ভিতরএশিয়ারই একটি দেশ জাপান, অন্যটি নেদারল্যান্ডস, ইউরোপ মহাদেশের একটি দেশনা, এই বইয়ে শিক্ষা ব্যবস্থা সম্পর্কিত কোনো কল্প-কাহিনী ছাপা হয় নি, কিংবা বই পড়ে বা আন্তর্জাল থেকে তথ্য সংগ্রহ করে লেখা কোনো বইও এটি নয়, প্রত্যেকে তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে উল্লিখিত দেশগুলোর শিক্ষা-ব্যবস্থা সম্পর্কে আমাদের জানার সুযোগ করে দিয়েছেনতাঁরা নিজেরা দেখেছেন, জেনেছেন, উপলব্ধি করেছেন, সুবিধা-অসুবিধাকে অনুধাবণ করেছেন এবং সেই অভিজ্ঞতাকে তুলে ধরেছেনবিদেশে অনেকে যান, থাকেন বছরের পর বছর, নিজেরা পড়াশুনা করেন, নিজের সন্তানদের পড়াশুনার ব্যবস্থা করেন, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও সেই সব অভিজ্ঞতা অন্যকে জানানোর কাজটি করে ওঠতে পারেন নানিজের দেশের শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা, সমস্যা নিয়ে আলোচনা করা এবং সেগুলো থেকে উত্তরণের পথ বাতলানোর কাজে অনেক ধৈর্য, ইচ্ছাশক্তি, সাহসের দরকার হয়এই সবগুলোর সম্মিলন হয় না বলে এই ধরনের কাজ খুব একটা চোখে পড়ে নাব্যক্তিগত হাজারো ব্যস্ততা, গবেষণার চাপ, পরিবার-পরিজনের দায়ভার ইত্যাদি সব সামলে এই ধরনের একটা প্রকাশনার জন্য এর সাথে যুক্ত সবাই ধন্যবাদ পেতেই পারেন