সোমবার, ৩ ডিসেম্বর, ২০১২
পরাবাস্তবতাবাদ ও সালভাদর দালি
প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পরাবাস্তবতাবাদ ঘরানার শিল্প-আন্দোলনের সূত্রপাত হয়। সমাজের অবক্ষয়, যুদ্ধ, হানাহানি, সন্ত্রাসের দমবন্ধ করা পরিবেশ মানুষের স্বাভাবিক জীবনকে আর স্বাভাবিক থাকতে দিচ্ছিল না। সেইসময় সৃষ্টিশীল ও সংবেদনশীল মানুষের ক্ষোভ ও যন্ত্রণার বহিঃপ্রকাশ শিল্প-কলার মাধ্যমে বিচিত্রভাবে প্রকাশিত হতে থাকে। এটার সূচনাকালকে মোটাদাগে চিহ্নিত করতে হলে মূলত বিশ শতকের শুরুর দিকে নজর ফেলতে হবে। চিত্রকলা, ভাস্কর্য, সাহিত্য, চলচ্চিত্র, দর্শন, রাজনৈতিক ও সামাজিক চিন্তাভাবনা সবকিছুতেই এই শিল্পান্দোলনের প্রভাব পরিলক্ষিত হয়।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)