ক)
ছবিটি কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চল ইতুরি জেলার রুয়ালি গ্রাম, বুকিরিঙ্গি থেকে তোলা। একটি দূর্দশাগ্রস্থ গ্রামের এক হতদরিদ্র পরিবারের শিশুরা। জন্মের পর থেকে অভাব, দুঃখ আর মৃত্যু তাদেরকে তাড়া করে ফিরছে। পেছনে তাদের কুঁড়েঘর, দরজার পাশে তাদের মা বসে আছেন, বৈকালিক অবসরে।
খ)
আর একটু পরে শুরু হবে রাতের খাবার। কাসাভার গুড়ো দিয়ে আজ হবে রুটি কিংবা পায়েসজাতীয় কোনো খাবার। জনৈক কঙ্গোলীজ নারী ব্যস্ত আছেন রাতের খাবার আয়োজন করার কাজে।
গ)
কঙ্গো-র ইতুরি প্রদেশে প্রচুর পিগমি উপজাতির বাস।
একজন পিগমি বালক তার উৎসুক চোখে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে।
ঘ)
কাঠের গায়ে বিভিন্ন ধরনের শৈল্পিক চিত্রমালা তুলে ধরছেন জনৈক কাঠশিল্পী।
ঙ)
কঙ্গো-র শিশু-কিশোর।
চ)
কঙ্গোর ন্যশনাল আর্মি এফ এ আর ডি সি -র জনৈক সদস্য।
ছ)
কঙ্গো-র শিশুরা।
জ)
এই নির্মল হাসি যেন চিরদিন অক্ষুন্ন থাকে।
ঝ)
কঙ্গো-র নতুন প্রজন্ম।
রাষ্ট্র তাদের শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা কিছুই দিতে পারে নি।
তবু তাদের বুক ভরা স্বপ্ন।
প্রিয় মাতৃভূমি একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
ঞ)
কঙ্গো। সবুজে ভরা দেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন