মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩

আমার বেলা যে যায়

মাঝে মাঝে যখন খুব মন খারাপ থাকে, রুম থেকে বেরিয়ে পড়ি। কিছু কিছু বিকেলে খুব বিষণ্নতা পেয়ে বসে। রুম থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি।কালো-সাদা কাকের উড়াউড়ি দেখি। আকাশেরঅনেক উঁচুতে দেখা যায় আমার মতই দু-একটা নিঃসঙ্গ চিল। আমার কিছুই ভালো লাগে না। 

রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৩

Into the Wild - সম্প্রতি দেখা একটা অসাধারণ ছবি




 মানুষ আসলেই এই পৃথিবীর সব চেয়ে অবাক করা প্রাণী। বুদ্ধিতে তারা ছাড়িয়ে গেছে অন্য সব প্রাণীকে। বোকামিতে শ্রেষ্ঠতার উদাহরণ টানলে সেটাও মানুষের দিকে যাবে। নৃশংতায় এই মানুষের সমকক্ষও কেউ নেই, যেরকম ত্যাগে ও ভালোবাসায়ও তার সমকক্ষ পাওয়া দুষ্কর।