আর একটু পরে অন্ধকারের কালো রঙের সাথে মিশে যাবে গোধূলির কমলা রঙের স্স্নিগ্ধ আলো। এই অপার্র্থিব সন্ধ্যা, এই মন খারাপ করা বিষন্ন বিকেলগুলো আর ফিরে আসবে না আমার জীবনে। তিন বছরের অধিককাল কাটিয়েছিলাম লালমাটির দেশ কঙ্গোতে। ঘুরে বেড়িয়েছি আফ্রিকার আরো অনেক অঞ্চলে।