বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৩

বিদায় কঙ্গো, বিদায় আফ্রিকা

আর একটু  পরে অন্ধকারের কালো রঙের সাথে মিশে যাবে গোধূলির কমলা রঙের স্স্নিগ্ধ আলো।  এই অপার্র্থিব সন্ধ্যা, এই মন খারাপ করা বিষন্ন বিকেলগুলো আর ফিরে আসবে না আমার জীবনে। তিন বছরের অধিককাল কাটিয়েছিলাম লালমাটির দেশ কঙ্গোতে। ঘুরে বেড়িয়েছি আফ্রিকার আরো অনেক অঞ্চলে।

 আহরণ করেছি বিচিত্র সব বিদ্যা, দেখার সুযোগ হয়েছে বিচিত্র মানুষের রঙ্গিন জীবন। আর এখানকার প্রকৃতির অপূর্ব  সৌন্দর্য মনকে রাঙিয়ে রেখেছিল সবসময়। আজ বাজলো বিদায়ের সেই সকরুণ ঘণ্টা। এই বিকেল শেষ বিকেল, এই সন্ধ্যা আখেরী সন্ধ্যা, এই রাত অন্তিম রাত। জানি না আর আসা হবে কি না পৃথিবীর এই বিশুষ্ক প্রান্তরে, এই পাহাড়ঘেরা বিস্তীর্ণ লোকালয়ে ; আর  কাটাবো কি কোনো মুগ্ধ অথচ মন-খারাপ করা বিকেল? কে জানে।


শুধু বলতে পারি জীবনের একটি সুন্দর অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো আজ। 'আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব' - কোনো খেদ নেই, দু:খ নেই,  পরিপূর্ণ এবং তৃপ্ত মন নিয়ে আফ্রিকার মাটি ছেড়ে উড়াল দেব স্বভূমির উদ্দেশ্যে। 

শুধু বলে গেলাম বিদায় কঙ্গো, বিদায় আফ্রিকা। আবার দেখা হবে হয়তো দেখা হবে না।  তবে হৃদয়ে তোমার স্মৃতি অজর অমর অক্ষয় হয়ে থাকবে। 
















ছবি উপরে:
শেষ বিকেল।
লেক ভিক্টোরিয়া। এন্টেবি , উগান্ডা।

ছবি নীচে:
চাঁদের হাসির বাঁধ ভেঙ্গেছে।
এন্ডরোমো ক্যাম্প, বুনিয়া, ডি আর কঙ্গো।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন