দেখতে দেখতে আরো একটি নতুন বছর এসে গেল। জীবন থেকে হারিয়ে গেল আরো ৩৬৫ টি দিন। প্রাপ্তির হিসাব না করে বরং দেখা যেতে পারে জীবন আমাকে যা দিয়েছে তার কতটুকু পেরেছি ফেরত দিতে। এই পৃথিবীর আলো-বাতাস গ্রহণ করে যেটুকু ঋণগ্রস্ত হয়েছি, এবং বিনিময়ে যে সে ঋণ পরিশোধ করতে হচ্ছে না, তাই বা কম কিসে!
নতুন বছরের পরিকল্পনা অনেক। কতটুকু তার পূরণ করতে পারব বলা দুষ্কর। হয়তো ২০১৮ এর এই দিনে হাহাকার আরো কিছু কথা লিখবো। বেদনার কথা, ব্যর্থতার কথা, অপ্রাপ্তির কথা। এই দুষ্টচক্রের ভেতর আমৃত্যু ঘুরপাক খেয়ে কাটাতে হবে জীবন।
নতুন বছরের পরিকল্পনা অনেক। কতটুকু তার পূরণ করতে পারব বলা দুষ্কর। হয়তো ২০১৮ এর এই দিনে হাহাকার আরো কিছু কথা লিখবো। বেদনার কথা, ব্যর্থতার কথা, অপ্রাপ্তির কথা। এই দুষ্টচক্রের ভেতর আমৃত্যু ঘুরপাক খেয়ে কাটাতে হবে জীবন।