রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭

শুভ হোক নতুন বছর!

দেখতে দেখতে আরো একটি নতুন বছর এসে গেল। জীবন থেকে হারিয়ে গেল আরো ৩৬৫ টি দিন। প্রাপ্তির হিসাব না করে বরং দেখা যেতে পারে জীবন আমাকে যা দিয়েছে তার কতটুকু পেরেছি ফেরত দিতে। এই পৃথিবীর আলো-বাতাস গ্রহণ করে যেটুকু ঋণগ্রস্ত হয়েছি, এবং বিনিময়ে যে সে ঋণ পরিশোধ করতে হচ্ছে না, তাই বা কম কিসে!

নতুন বছরের পরিকল্পনা অনেক। কতটুকু তার পূরণ করতে পারব বলা দুষ্কর। হয়তো ২০১৮ এর এই দিনে হাহাকার আরো কিছু কথা লিখবো। বেদনার কথা, ব্যর্থতার কথা, অপ্রাপ্তির কথা। এই দুষ্টচক্রের ভেতর আমৃত্যু ঘুরপাক খেয়ে কাটাতে হবে জীবন।



হতাশ নই, কিন্তু দুঃখ-ভারক্রান্ত। ক্রমশ সবকিছু অন্ধকারে তলিয়ে যাচ্ছে। একে একে নিভে যাচ্ছে সব আলো। কিছু না করতে পারার যন্ত্রণা আছে ভীষণ! আত্মগ্লানির মধ্যে নিরন্তর খাবি খাচ্ছে অন্তরাত্মা। এক দূর্বিষহ জীবন বয়ে বেড়াচ্ছি। সময় গড়িয়ে যায়, প্রত্যাশার মাত্রা বেড়ে যায়। কিন্তু সুদিন আর আসে না। আলোকিত দিনগুলো ক্রমশ নিকষ কালোতে বিলীন হয়ে যাচ্ছে।

এই নতুন সূর্য আদতে কোনো নতুন বার্তা বহন করছে না। ক্যালেন্ডারের পাতা পালটে যায়,  কিন্তু শুভদিনের দেখা আর মেলে না।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন