মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১১

পরবাসী মন

আর কিছুক্ষণ পরে মেঘের অতলে হারিয়ে যাবে এই ঘুমকাতুরে চাঁদ। চারপাশের অফুরন্ত আঁধার এসে হামলে পড়বে আমার এই নিস্তব্দ নিরালা নীড়ে। যে কয়েক টুকরো চাঁদের আলো জানালার ফাঁক গলে আমার শরীরে এঁকে দিয়েছিল এক অপূর্ব ও অস্থির শিল্পকলা তা অন্ধকারের কালো রঙে মুছে যাবে।

কিছু ইতস্তত ভাবনা

কখনো কখনো পড়ন্ত বিকেলে, সূর্য যখন তার সব লালিমা ঢেলে দিয়ে ধরণীকে এক অপরূপ সুধা দিয়ে তার রং-তুলি ও বাক্স-পেটরা গুছিয়ে সেদিনের মত নিদ্রা যাওয়ার আয়োজন করে আমি তখন দিগন্তের কোল ঘেঁষে আকাঁবাঁকা রেল-লাইন ধরে হেঁটে যেতাম দিকশূন্যপূরের দিকে।