জীবন নিয়ে ইদানিং আর কিছু
ভাবতে পারি না। কেমন জানি নিয়তিবাদী হয়ে যাচ্ছি। অদৃষ্টকে পরিহাস করার ঔদ্ধত্য দেখাতে পারি না।
নিজেকে প্রবোধ দেই বেঁচে আছি এটাই আনন্দের।
যদিও মাঝে মাঝে মনে হয় কী হাস্যকর এই বেঁচে
থাকা!
তবে কান্ট হেগেল যাই বলি না কেন অস্তিত্ববাদী দর্শনটাই আমার কাছে সব থেকেই আকর্ষণীয় মনে হয়। এই জন্যই হয়তো কিয়ের্কেগাদ, সার্ত্রে, নীৎসেকে বেশি ভালো লাগে। আলবেয়ার কামু-কে তো অসাধারণ মনে হয়। সব কিছুকে কী অবলীলায় উড়িয়ে দেন। কী নির্মোহভাবে জীবনকে দেখেন! জীবনের ভার ব'য়ে ব'য়ে ক্লান্ত মানুষেরা এই তত্ত্বে ডুব দিলে হয়তো দেখবে কী সহজ-সরল আর কী অর্থহীন আমাদের অস্তিত্ব। আমি জীবনকে যেভাবে দেখি তাই জীবন। অন্যের ভাবনাকে আমি থোড়াই কেয়ার করি। কী গুরুত্বপূর্ণ আর অমূল্য মানবজন্ম ধূলোর মতই অর্থহীন আর অপাংক্তেয় ক'রে দিল এঁরা! ভাবতেই অবাক লাগে।
তবে কান্ট হেগেল যাই বলি না কেন অস্তিত্ববাদী দর্শনটাই আমার কাছে সব থেকেই আকর্ষণীয় মনে হয়। এই জন্যই হয়তো কিয়ের্কেগাদ, সার্ত্রে, নীৎসেকে বেশি ভালো লাগে। আলবেয়ার কামু-কে তো অসাধারণ মনে হয়। সব কিছুকে কী অবলীলায় উড়িয়ে দেন। কী নির্মোহভাবে জীবনকে দেখেন! জীবনের ভার ব'য়ে ব'য়ে ক্লান্ত মানুষেরা এই তত্ত্বে ডুব দিলে হয়তো দেখবে কী সহজ-সরল আর কী অর্থহীন আমাদের অস্তিত্ব। আমি জীবনকে যেভাবে দেখি তাই জীবন। অন্যের ভাবনাকে আমি থোড়াই কেয়ার করি। কী গুরুত্বপূর্ণ আর অমূল্য মানবজন্ম ধূলোর মতই অর্থহীন আর অপাংক্তেয় ক'রে দিল এঁরা! ভাবতেই অবাক লাগে।
যদিও এত দর্শন কপচানোর প'রেও আমরা বেশিরভাগই পালন ক'রে যায় প্রথাগত জীবন। কী জানি হয়তো এই গৃহপালিত জীবন ব'য়ে বেড়ানোই আমাদের নিয়তি। আমরা হয়তো প্রত্যেকেই একেকজন সিসিফাস। ভাবি আমিই সব করে যাচ্ছি,
আসলে আমি কী করি আর কী যে করি না তা আমি নিজেই
কি জানি!
আশাবাদী হতে মন চায়।
নিজেকে আশাবাদী বলেই মনে হয়। কিন্তু যখন ভাবনার গভীরে একটু ডুব দেই তখন আশা-টাশা
যে কোথায় উবে যায়।
জীবনের সংজ্ঞার জন্য শেক্সপিয়রেরে কাছে ফিরে যেতে হয়। অর্থহীন জীবনের সুন্দর ও অর্থপূর্ণ একটা ব্যাখ্যা তিনি দিতে চেয়েছেন। গ্রহণ করি আর না করি কিন্তু উড়িয়ে দিতে পারি কি!
"Life's but a walking shadow, a poor player
That struts and frets his hour upon the stage,
And then is heard no more, it is a tale
Told by an idiot, full of sound and fury,
Signifying nothing. "
জীবনের পুরো সংজ্ঞা বোধহয়
এই বাক্যের মধ্যে নিহিত আছে।
যাই করি না কেন, মাঝে মাঝে জীবন একঘেঁয়ে হয়ে উঠে। শহরে থাকলে গ্রামের জীবনকে
কী মোহময় ম'নে হয়, গ্রামে থাকলে মনে হয় শহরেই সব সুখ। বৈচিত্র্য আনার জন্যই
আমরা মাঝে মাঝে সুখবিলাস করি, কখনো সখনো
দুঃখবিলাস। চাকুরিজীবী ঈর্ষা ক’রে
বেকারের উদ্দাম জীবন, আর চাকর হওয়ার জন্য বেকারের কি নিদারুন হাহাকার!
‘নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।‘
এই গোলক-ধাঁধাঁর দুনিয়া থেকে
কখনো বের হতে পারবো বলে মনে হয় না। এই দোলাচল জীবন-সাগরে আবহমান কাল ধরে বহমান
থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন