খুব ভারাক্রান্ত মন নিয়ে এবারের পূজার সময়টা কাটাতে হলো। গত তিন বছর যাবত প্রবাসী হলেও প্রতি বছর এই সময়টা দেশে কাটানোর সুযোগ পেতাম। শরতের নীলাকাশ, সাদা ধবধবে কাশফুল, শিউলি ফুলের সুবাসভরা ভোর আর ঢাকঢোলের আওয়াজে দেবি দূর্গার পদভারে কম্পিত চারপাশ আমার মনের মধ্যে মুগ্ধতার আবেশ ছড়িয়ে দিত, ছোট বেলার দিনগুলোর কথা মনে পড়ে যেত খুব।
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৩
ডেনিস মুকওয়েগে : একজন দরদী মানুষ
নিজের হাসপাতালে মুকওয়েগে। ছবিটি উইকিপিডিয়া থেকে নেয়া।
অনেক দিন ধরে ডেনিস মুকওয়েগে-কে নিয়ে লিখবো ভাবছিলাম। প্রথম যখন তাঁর কথা জানতে পারি বিভিন্ন সংবাদ পত্র ও কঙ্গো-র স্থানীয় কিছু রেডিও-র মাধ্যমে, আমার কৌতুহল বেড়ে যায়। সেই থেকে এই মানবতাবাদী ডাক্তার এর সম্পর্কে যে কোনো সংবাদ খুব আগ্রহ ও আন্তরিকতার সাথে পড়ার ও শোনার চেষ্টা করতাম।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)