সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১১

মনে দাগ কাটার মত ছবিঃ Les Femmes De L'Ombre



ফরাসি পরিচালক জ্যঁ পল সালোমে-র (Jean-Paul Salome) এক অসাধারণ সৃষ্টি এই চলচ্চিত্র। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ফরাসি নারীরা যে সাহস, সংগ্রাম ও ত্যাগের পরিচয় দিয়েছেন তার মহাকাব্যিক চিত্রায়ণ ফুটে উঠেছে এই সেলুলুয়েডে।

বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১১

জিন/ পরী বিষয়ক ক্যাচাল

আজকের রাতটা একটু ব্যাতিক্রম রাত হিসেবে প্রতীয়মান হচ্ছে আমার কাছে। অন্য রাতগুলোতে সাধারণত এই সময়ে আমি ভোস ভোস করে নাক ডেকে ঘুমায়।আমি যে নাক ডাকি সেটা আমার টের পাওয়ার কথা না, কিন্তু আমার পার্শ্ববর্তী রুমের সম্মানিত প্রতিবেশির  প্রাত্যহিক অভিযোগ এই বিষয়টিকে ভোলার কোনো অবকাশই দেয় না।

শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১১

রোজনামচা-১

এখন রাত দুইটা। ঘুমানোর চেষ্টা করছি। হয়তো আরো অনেকক্ষণ ধরে কসরত করতে হবে নিদ্রাদেবীর কৃপাদৃষ্টি পেতে।

আগামীকাল সকালে তেমন কোনো কাজ নেই বললে চলে। হয়তো দূরে কোথাও যেতে হবে না প্রতিদিনের মতো। ব্যাপারটা এমন না যে আমি দূরে কোথাও যেতে পছন্দ করি না; বরং উলটো। আমার ভীষণ ভালো লাগে কঙ্গোর আকাঁবাঁকা পথে অনেক দূর পাড়ি দিতে। এখানে রাস্তা বিপদজনক দুটি কারণেঃ এক. মেরামতের অভাবে রাস্তাগুলোর অবস্থা খুবই নাজুক, দুই, কিছু বিশেষ এলাকার রাস্তাঘাটে প্রায়ই মিলিশিয়াদের আক্রমণের সম্ভবনা থাকে।