আজকের রাতটা একটু ব্যাতিক্রম রাত হিসেবে প্রতীয়মান হচ্ছে আমার কাছে। অন্য রাতগুলোতে সাধারণত এই সময়ে আমি ভোস ভোস করে নাক ডেকে ঘুমায়।আমি যে নাক ডাকি সেটা আমার টের পাওয়ার কথা না, কিন্তু আমার পার্শ্ববর্তী রুমের সম্মানিত প্রতিবেশির প্রাত্যহিক অভিযোগ এই বিষয়টিকে ভোলার কোনো অবকাশই দেয় না।
আজ রাতে আকাশে ছিল একাদশীর চাঁদ। চারদিকে ছিল সুনসান নীরবতা। আমরা জনাকয়েক লোক এই মধ্যরাতে কয়েকটুকরো কাঠ সংগ্রহ করে আগুন জ্বালিয়ে নিজেদের ঠাণ্ডায় মিইয়ে থাকা শরীর মহাশয়কে একটু উষ্ণ করে নিচ্ছিলাম। রাতের বেলা আগুনের পাশে বসে থাকা মুহুর্তগুলো আমার বরাবরই আধিভৌতিক লাগে। এই ধরনের পরিবেশ আমাকে খুব সাধারণ একজন কুসংস্কারচ্ছন্ন মানুষে পরিণত করে। পৃথিবীর যাবতীয় আজগুবি ও অতিপ্রাকৃত কল্প-কেচ্ছা সত্য বা বাস্তব বলে মনে হয়!
আজ রাতে আকাশে ছিল একাদশীর চাঁদ। চারদিকে ছিল সুনসান নীরবতা। আমরা জনাকয়েক লোক এই মধ্যরাতে কয়েকটুকরো কাঠ সংগ্রহ করে আগুন জ্বালিয়ে নিজেদের ঠাণ্ডায় মিইয়ে থাকা শরীর মহাশয়কে একটু উষ্ণ করে নিচ্ছিলাম। রাতের বেলা আগুনের পাশে বসে থাকা মুহুর্তগুলো আমার বরাবরই আধিভৌতিক লাগে। এই ধরনের পরিবেশ আমাকে খুব সাধারণ একজন কুসংস্কারচ্ছন্ন মানুষে পরিণত করে। পৃথিবীর যাবতীয় আজগুবি ও অতিপ্রাকৃত কল্প-কেচ্ছা সত্য বা বাস্তব বলে মনে হয়!
অনেক কথার ফাঁকে ফাঁকে আমরা কখন অলক্ষ্যে যে ভূত-প্রেত-জিন-পরীর গল্পের ভেতর সেধিয়ে যায় টের পাই নি। সবাই তাদের প্রত্যেকের জীবনের সাথে লেপ্টে থাকা এই সব আধিভৌতিক গল্পগুলো শেয়ার করতে থাকে। আগ্রহের সাথে লক্ষ্য করে দেখলাম প্রত্যেক বান্দারই জিন কিংবা পরী জাতীয় প্রপঞ্চের মধ্য দিয়ে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে। তবে করুণ ব্যাপার হলো এরা এই অতিপ্রাকৃত ব্যাপারগুলোকে বেশ সরল মনে বিশ্বাস করেছে। নিজেরা সরাসরি এই ধরনের পরিস্থিতির শিকার হয় নি বলে উপরওয়ালা কাছে শুকরিয়া আদায় করছে।
আমার তখন মনে পড়ল জিনে/পরীতে পাওয়া এক বন্ধুর কথা।
অনেক কাল আগের কথা। তখন ছিল হাফ প্যান্ট পড়ে স্কুলে যাওয়ার বয়স। যতটুকু মনে পড়ে তখন প্রাইমারী স্কুলের শেষ ক্লাসের ছাত্র। একদিন স্কুলে গিয়ে শুনি আমাদের এক সহপাঠী-কে জিনে ধরেছে। শুধু তাই নয়, জিন তাকে বঙ্গোপসাগরের উপর দিয়ে উড়িয়ে নিয়ে একেবারে ঢাকা শহরে ওর বাপের ছোট্ট এক কামরা রুমের দরজার সামনে নিয়ে ধপাস করে ফেলে দেয়। বলে রাখা ভালো আমি তখন বঙ্গোপসাগরের বুকে ক্ষুদ্র এক দ্বীপের বাসিন্দা। সত্যিই রোমহর্ষক কাহিনী। আমাদের কচি মন এই কাহিনীকে অবিশ্বাস বা উড়িয়ে দেয়ার স্পর্ধা বা যুক্তি কোনোটাই তখনো অর্জন করতে সমর্থ হয় নি।
অসমাপ্ত.........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন