ফরাসি পরিচালক জ্যঁ পল সালোমে-র (Jean-Paul Salome) এক অসাধারণ সৃষ্টি এই চলচ্চিত্র। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ফরাসি নারীরা যে সাহস, সংগ্রাম ও ত্যাগের পরিচয় দিয়েছেন তার মহাকাব্যিক চিত্রায়ণ ফুটে উঠেছে এই সেলুলুয়েডে।
জার্মান নাজি বাহিনীর বীভৎস অত্যাচারের ভয়ে ভীত না হয়ে যে সকল নারীরা অক্ষশক্তির বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়েছিল লুইস দেফন্তেন ( Louise Defontaines) সে সকল মহিয়সী নারীদের অন্যতম। এই ছবির কেন্দ্রীয় চরিত্র লুইস দেফন্তেন-এর চরিত্রে অভিনয় করেন বিখ্যাত ফরাসি অভিনেত্রী সোফি মারচ্যু (Sophie Marceau).
দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল মিত্র বাহিনীকে শক্তিশালী করার লক্ষ্যে যে গেরিলা বাহিনী গঠন করেন তার নাম হলো SOE বা Special Operations Excutive। এই বাহিনীর এক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন Louise Fontaines. এই বাহিনী গুপ্তচরবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাবোটাজ-এর মাধ্যমে নাজি বাহিনী-কে বেশ আতঙ্কের মধ্যে রাখে। SOE-এর ১৩০০০ সদস্যের মধ্যে ৩২০০ জন ছিল নারী সদস্য।
তবে কিছু সমালোচক মনে করেন এই ছবিতে নারীরা যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধে যোগ দিয়েছে তা ফুটে উঠে নি, বরং তাদেরকে জোরপুর্বক যোগদানে বাধ্য করে এই রকম চিত্রায়ণ লক্ষ্য করা গেছে বেশি।
ফরাসি ভাষায় নির্মিত ১৪৮ মিনিটের এই ছবিটিতে ইংলিশ ও জার্মান সাবটাইটেলও দেয়া আছে। বি বি সি ফিল্ম এই ছবির অর্থায়নে অবদান রেখেছে। ছবিটির ইংরেজি নাম রাখা হয়েছে Female Agents.
১৩ সেপ্টেম্বর ২০১১,
আভেবা ক্যাম্প, ডি আর কঙ্গো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন