বুধবার, ৮ জুলাই, ২০১৫

দিন যায়...

সময় ধাবমান। বয়েসের ছাপ একটু একটু করে দৃশ্যমান হচ্ছে গালের ভাজে, কপালের মধ্যে বলিরেখা এখনো স্পষ্ট না হলেও একটু মনোযোগ দিলে বুঝা যায় কৌশোর বা তারুণ্যের সেই সোনারঙ লাবণ্য অপসৃয়মান। কোমলতা ও ঔজ্জ্বল্য হারাচ্ছে আমার দেহের ওপর লেপ্টে আজন্মের প্রিয় ত্বকও। কিন্তু কী অবস্থা মনের তারুণ্যের?


মনের লাবণ্যর জন্য যে সাহস ও মনোবল দরকার তাতে কি ভাটা পড়েছে এতটুকু? বয়সের ছাপ, সংসার, পারিপার্শ্বিক পরিস্থিতি কী মনের মধ্যে ফেলে না সামান্য ছাপ?

ফেলতে বাধ্য। শারিরীক ব্যায়াম, দৌড়-ঝাপ, সুখী সাংসারিক জীবন, পরিমিত আহার ও অধ্যয়ন,  প্রতিরাতের একটা নিশ্চিন্ত ঘুম আমাদের শরীর ও মনের খাবার। এই বিষয়গুলো থাকলে বয়সের ব্যামো খুব সহজে কাবু করতে পারবে না কাউকে। কিন্তু একজন সচেতন মানুষ হলে, দেশ ও বিশ্বের খবর রাখতে গেলে আমার মনের ভেতর ঝড়ঝাপটা চলতে থাকবেই। কারণ এইটুকু বিষয় কোনোভাবেই আপনার হাতে নেই বললেই চলে। আপনেও চাইলেও সারাবিশ্বের অরাজকতা, হত্য, লুণ্ঠণ, অবিচার, অন্যায়-কে রোধ করতে পারবেন না। তবে হ্যাঁ প্রতিবাদ করতে পারবেন, একজন সোচ্চার ও সংবেদনশীল মানুষ হিসেবে মানব-সভ্যতার জন্য এইটুকু অন্তত আপনার করা উচিত। তবে সেইক্ষেত্রে আপনি নিপীড়নের শিকার হতে পারেন। যদি অনেক বেশি প্রভাব বিস্তার করার মত ক্ষমতাবান কেউ হন তাহলে জানের মায়াটাও ত্যাগ করতে হবে।

চলবে............

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন