রবিবার, ১ নভেম্বর, ২০১৫

গণচীনের নতুন প্রজন্ম

নি চিয়াও শান মা মিংজ? (কী নাম তোমার ?) দিয়ে শুরু করতাম আমাদের আলাপচারিতা। চীনের শিশু-কিশোররা একটু লাজুক হলেও ভিনদেশি কাউকে দেখে দূরে সরে যেত না। ইংরেজি ভাষা জানা থাকলে তারা বরং আগ্রহ নিয়ে কথা বলতে চাইত। যারা ইংরেজি জানতো না তাদের সাথে আমি চীনাভাষা দিয়ে শুরু করলেও আমাদের কথোপকথন বেশি দূর আগাতো না, কারণ আমার চীনা ভাষার জ্ঞান খুব যৎসামান্য এবং যেটুকু ছিল সেটুকুর উচ্চারণও ওদের কাছে একটু কম বোধগম্য হতো। ফলে দু-চার মিনিটের মধ্যে দু-জনেই ক্লান্ত হয়ে 'জাই জিয়েন' (বিদায়) ব'লে কেটে পড়তাম! তবে ইংরেজি জানাদের সাথে এক-আধটু ভাব হয়ে যেত। তাদের সাথে আরো অনেকক্ষণ বাৎচিত করা যেত। তারা অনেক কিছু শেয়ার করত। জানতে চাইতো অনেক কিছু। একটা উৎসুক্য কাজ করত সবসময় ওদের মধ্যে। দেখে ভারী ভালো লাগতো আমার।
চীনের ছেলে-মেয়েরা বেশ হাসি-খুশি থাকতে পছন্দ করে। জীবনাচরণে স্বাধীন-চেতা, পরিশ্রম ওদের মজ্জাগত। খেলা-ধুলাতে সমান আগ্রহ। যাকে বলে একেবারে জীবনী-শক্তিতে ভরপুর। ওদের উচ্ছল জীবন দেখে খুব ভালো লাগতো। চীনে এক সন্তান নীতির কারণে হোক কিংবা অন্য কোনো কারণেই হোক বাচ্চাদের পড়াশুনা, সুস্বাস্থ্য, ভবিষ্যৎ ইত্যাদির প্রতি মা-বাবার পাশাপাশি রাষ্ট্রের দেখভালের একটা ব্যপার আছে। অধিকাংশ কর্মজীবী বাবা-মা সকালে কর্মস্থলে যাওয়ার পথে সন্তান-কে স্কুলে রেখে যান, কাজ শেষে ফেরার পথে তাদের-কে নিয়ে বাসায় ফেরেন। সবার ক্ষেত্রে না হলেও শহরের অধিকাংশের ক্ষেত্রে এটা প্রজোয্য! বাচ্চাদের পড়াশুনার পাশাপাশি যাতে ভালোভাবে সময় কাটে সেই ব্যবস্থা স্কুল কর্তৃপক্ষ করতেন। দু-একজনের সাথে কথা বলেও এটার সত্যতা পেয়েছি। বাবা-মাকে কম সময় পেলেও এটা যে এক ধরনের স্বাবলম্বী মনোভাব তৈরি ক'রে  তাদের মধ্যে এটা নিশ্চিত। তবে মা-বাবাকে পর্যাপ্ত সময় কাছে না পাওয়ার নেতিবাচক প্রভাবও থাকতে পারে - যেটা অল্প-সময়ের মধ্যে আমি হয়তো বুঝতে পারি নি।



আমার দৃষ্টি আকর্ষণ করেছে যেটা সেটা হলো জীবনীশক্তিতে ভরা এক নতুন প্রজন্ম। 
চীন-কে এই প্রজন্ম আরো এগিয়ে নিয়ে যাবে, আরো শক্তিশালী রাষ্ট্রে পরিণত করবে সেই মেধা, যোগ্যতা তাদের আছে। তবে সাইবার গেম, ভিডিও গেম ইত্যাদিতেও তারা বেশ আসক্ত। সাইবার ক্যাফেগুলো-তে দেখেছিলাম প্রচুর স্কুল-কলেজের ছাত্রদের ভীড়, এদের পড়াশুনার হাল কেমন সেটা জানা সম্ভব নয়, তদুপরি এদের বেশ-ভূষা, আচার-আচরণও কিছুটা আজিব ধরনের। ওদের কালচারে এটার স্বাভাবিকতা কতটুকু তা নির্ণয় করা এই অল্প-সময়ের মধ্যে সম্ভব হয় নি। আবার কখনো গেলে এই সব পর্যবেক্ষণের আশা রাখি। 

আমার খুব প্রিয় একটি ছবি। যেন স্বর্গ থেকে কয়েকজন দেবদূত মর্ত্যের পৃথিবীতে নেমে এসেছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন