শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

কঙ্গো-কে যেমন দেখেছি-১

চারিদিকে সবুজ। নিষ্কলুষ প্রকৃতি। দূষণের কোনো বালাই নেই। আফ্রিকার গ্রামগুলোর ভেতর দিয়ে হাঁটতে থাকলে মনে হবে এটা আমাদের চিরচেনা পৃথিবী থেকে কিছুটা ব্যতিক্রম। মহাবিশ্বের অন্য কোনো গ্রহে ভুলে চ'লে এসেছি ব'লেও মনে হতে পারি। মানুষজন গরীব, ভারি গরীব। ছোট্ট ছোট্ট কুঁড়েঘরে ৭/৮ জন সদস্যের পরিবার অবলীলায় বসবাস করে যায় বছরের পর বছর। একই জায়গায় খায়, ঘুমায়, সন্তানাদি উৎপাদন করে ফি বছর! এ-এক অদ্ভূত সহজ-সরল-আদিম জীবন।

সাধারণ মানুষের মধ্যে অপরাধ-প্রবণতা তুলনামূলক কম। কেউ অন্যায় করলে গ্রাম্য-মাতব্বর বা গ্রাম-প্রধানের শাস্তি অবলীলায় মেনে নেয়। সেটা হতে পারে ৩০ দিনের জেল কিংবা ৬০ দিনের। কিন্তু জেলখানা দেখে আমার হাসি পায়। আমি শহরের কথা বলছি না, বলছি গণ্ডগ্রামগুলোর কথা, আফ্রিকাকে দেখতে হলে বুঝতে হলে এই গ্রামগুলো, মানুষগুলো-কে অবশ্যই গুনতে হবে। পরিত্যক্ত একটি পুরনো বাড়ীতে যেটি কলোনিয়াল যুগের কোনো আবাসস্থল ছিল, এখন বসবাসের খুব একটা উপযোগী নেই, সেই রকম একটি একতলা পুরনো বিল্ডিং-কে তারা জেল-খানা বানিয়েছে। কোনো পাইক-পেয়াদা নেই, নিরাপত্তা রক্ষী নেই। যাকে শাস্তি দেয়া হবে সে সেখানে নিঃসঙ্গভাবে সময় কাটাবে, শাস্তির মেয়াদ পূরণ হলে আবার স্বাভাবিক জীবন-যাপন শুরু করবে। এখানে থেকে সে বেরুতে পারবে না, কোথাও যেতে পারবে না। সময় মত খাবার দিয়ে যাবে পরিবারের সদস্যরা।



 একবার অপরাধীর সাথে কথা বলার সুযোগ হয়। সে একমাসের নির্বাসন দণ্ড পেয়েছে। আমরা রুটিন প্যাট্রোল-এ সেই জায়গায় দিয়ে যাচ্ছিলাম। জানতে পারলাম এই কাহিনী। জিজ্ঞাসা করলাম শুধু শুধু সে এখানে পড়ে আছে কেন, চাইলেই তো বের হয়ে যেতে পারে। দেখলাম পালানোর কোন সিস্টেম নেই। কারণ সে ফিরে যাবে গ্রামে, সেখানে তাকে সবাই ধিক্কার দেবে আইন অমান্যের জন্য। সেজন্য সে একমাস দিন-গুজরান করে তবেই ফিরে যাবে দৈনন্দিন জীবনে। চেষ্টা করবে এর মধ্যে নিজেকে সংশোধন করে নিতে। অবিশ্বাস্য কাহিনী। কিন্তু আফ্রিকা-তে বটে, আমার তো মনে হয় আমাদের বাংলাদেশের পাহাড়ে যে-সব উপজাতীয় গোষ্ঠী আছে তাদের মধ্যেও এ-ধরনের আইন-কানুন ও প্রথার প্রচলন আছে।

 পথ চলতে চলতে এই ধরনের অসংখ্য ঘটনার মুখোমুখি হতাম। কত না অবাক বিস্ময়ে শিখতে থাকতাম আফ্রিকা-কে দেখতে থাকতাম মানুষের জীবনাচরণ। 

কত বিচিত্র এ পৃথিবী! কত বিচিত্র মানুষে ভরা এ-দুনিয়া!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন