মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

স্মৃতিঘেরা ক্যাম্পাসে একদিন


খুব সকালের ট্রেন ধ'রে আবার ক্যাম্পাস-এ গেলাম। প্রিয় ক্যাম্পাসে। কত পুরনো স্মৃতির আনাগোনা। কত-শত প্রিয় মুখ। শাটল ট্রেনের সেই তুমুল আড্ডা, গানের ভেলায় ঘণ্টা পার...
জানালা দিয়ে দেখা অপরূপা প্রকৃতি...শীতের হালকা আমেজ যখন মুখের উপর আছড়ে প'ড়ে এক অপার্থিব সুখ আমার অনুভূতিকে নাড়িয়ে দেয়। আজ আবারো সেই অভাবনীয় ভালো লাগা একটু অনুভূত হলো কি...! ট্রেন থেকে নেমে শীতের মিষ্টি রোদ মাড়িয়ে কাটা পাহাড় দিয়ে কলাভবনের দিকে যে যাত্রা ২০০০ সালের কোনো এক নরোম সকালে মঞ্চায়িত হয়েছিল এই মর্ত্যের পৃথিবীতে সেই বিবর্ণ কিন্তু উজ্জ্বল দৃশ্যপট হঠাৎ মনের ঘরে উঁকি দিল আজ! আমরা কি তবে কিছুই ভুলি না, স্মৃতিরা মস্তিস্কের নিউরনের কোনো গলি-ঘুপচিতে শীত-নিদ্রায় দিনাতিপাত করে অনাদিকাল! সময়মত মাথা চাড়া দিয়ে জানান দেয় তার তীক্ষ্ণ ও তীব্র অস্তিত্বের কথা? তার আজন্ম বেঁচে থাকার সাধ!

মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

আমস্টারডামে ২৪ ঘণ্টা

মাদাম ত্যুসোর মিউজিয়ামে আইনস্টাইনের মোমোর মূর্তির সাথে।
বেলজিয়াম থেকে জার্মানি যাবার সিদ্ধান্ত নিয়ে ঘেন্ট রেল স্টেশনে গেলাম টিকেট করতে। কিন্তু হঠাৎ মাথায় কি একটা ভূত চাপলো টিকেট ক'রে ফেললাম আমস্টারডাম-এর। ঘেন্ট শহর থেকে আমস্টারডাম দূরত্ব কম, তদুপরি আমি কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া ঘুরে বেড়াচ্ছিলাম দিগ্বিদিক। ফলত যখন যেদিকে মন চায় সেদিকে ছুটে যায়।

যাই হোক আমস্টারডাম এসে যখন পৌঁছালাম তখন ঘড়ির কাঁটা রাত দশটা ছুঁই ছুঁই। সারা শহরে মানুষের অভাবনীয় ভীড়। আমি মনে মনে প্রমাদ গুনলাম। ট্রেনে আমার পাশে বসা এক ডাচ এর সাথে কথা হয়েছিল। সে বলেছিলে উইকএন্ডে এই শহর পর্যটক অতিমাত্রায় বেড়ে যায়। আমি শুক্রবার রাতে এসে পৌঁছেছি এখানে, বুঝলাম কেন এত মানুষ চারপাশে। ভয় পেয়ে গেলাম আবাসন সংকট নিয়ে। হোস্টেলে সিট না পেলে কপালে খারাবি আছে। কয়েকটা হোস্টেল ঘুরার পর অবশেষে একটা হোস্টেলে একটা সিট পেলাম শুধু এক রাতের জন্য। মানে কাল সকালে সেটা ছেড়ে দিতে হবে। ভাড়াও গুনতে হলো বেশ বেশি। তদুপরি এটা একটা কমন রুম, ছয় জনের মত শোয়ার ব্যবস্থা। বাঙ্কার সিস্টেম। আমার বাঙ্কারের নিচে দেখলাম দুই পাশে দুই জার্মান মেয়ে শুয়ে আছে। ভেবেছিলাম রাতে একটু হাঁটতে বের হব। ক্লান্তি ও দুশ্চিন্তা এরি মধ্যে আমার অনেক শক্তি শুষে নিয়েছে। খুব সকালে ঘুরতে বের হব ভেবে আপাতত কিছু খেয়ে ঘুমের জগতে নিজেকে সঁপে দেয়াটা বুদ্ধিমত্তার পরিচায়ক হবে বলে সিদ্ধান্ত উপনীত হলাম। 

শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

আরো একটি নতুন বছর

কালের পরিক্রমায় আরো একটি নতুন বছরের নতুন সূর্য পৃথিবীর আকাশে উদিত হলো। যদিও এই সূর্য, তার আলো, তার এই রূপ অন্যদিনগুলোর মতই আটপৌরে তথাপি আমরা ওর মধ্যে নিয়ে আসি নতুনত্ব। জাতি ভেদে, স্থান ভেদে ভিন্ন ভিন্ন সময়ে নতুন বর্ষের আগমনের ব্যাপারটি সারা পৃথিবীতে প্রচলিত; তবে গ্রেগরিয়ান ক্যালান্ডারের ইংরেজি নববর্ষই সারা পৃথিবীব্যপী উদযাপিত উৎসবে পরিণত হয়েছে।