কালের পরিক্রমায় আরো একটি নতুন বছরের নতুন সূর্য পৃথিবীর আকাশে উদিত হলো। যদিও এই সূর্য, তার আলো, তার এই রূপ অন্যদিনগুলোর মতই আটপৌরে তথাপি আমরা ওর মধ্যে নিয়ে আসি নতুনত্ব। জাতি ভেদে, স্থান ভেদে ভিন্ন ভিন্ন সময়ে নতুন বর্ষের আগমনের ব্যাপারটি সারা পৃথিবীতে প্রচলিত; তবে গ্রেগরিয়ান ক্যালান্ডারের ইংরেজি নববর্ষই সারা পৃথিবীব্যপী উদযাপিত উৎসবে পরিণত হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন