রবিবার, ৩০ আগস্ট, ২০১৫

ডায়েরির পাতা থেকে

বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময়ে ডায়েরির পাতায় মনের মাধুরী মিশিয়ে ছবি আঁকার একটা বাতিক ছিল আমার। একা বসে আছি, ডায়েরি খুলে কিছু একটা এঁকে ফেলতাম। কোনো স্যারের ক্লাসে হয়তো মন বসাতে পারছি না, কিংবা লেকচারটাই হয়তো ভালো হচ্ছিল না- সময় কাটানোর জন্য কিছু একটা করতে হবে, ডায়েরি সাদা পাতা সেই সব মুহুর্তে আমার একান্ত প্রিয়জন হয়ে উঠতো।

সাথে সবসময় জেল পেন রাখতাম; বলপয়েন্ট কলমে কিছু আঁকতে সুবিধা পেতাম না। স্যার-রা ভাবতেন আমি বোধহয় খুব মনোযোগ দিয়ে তাঁদের লেকচারের নোট নিচ্ছি, মনে মনে হয়তো ভালো ছাত্র ভাবতেন- কিন্তু আমারা যা ভাবি বাস্তবে কতকিছু যে তার উল্টোটা হয়, ভাবতেই অবাক লাগে!
সেই ছবিগুলো দিয়ে এই ব্লগ সাজানো। তবে এগুলো সব আলোকচিত্র। তাও মোবাইলের ক্যামেরায় তোলা। এই ছবিগুলোর সাথে আমার অনেক অসাধারণ সব স্মৃতি জড়িয়ে আছে। অনেকগুলোর ছবির সেইসব মূহুর্ত চোখ বন্ধ করলেই মানসপটে ভেসে ওঠে। অনেকগুলোর সময় তারিখ উল্লেখ নেই, মনেও নেই সেই সময়কার ঘটনাগুলো। এই ডায়েরি সাথে নিয়ে কোথাও যাওয়া  হবে না হয়তো, কিন্তু এই ছবিগুলো আমি মন চাইলেই দেখতে পারবো - পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন। মূলত এই অনুভূতি আবেগ-কে সম্বল করে এই ব্লগ লেখার একটা প্রণোদনা পেয়েছি মনে।



















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন