ভার্সিটির প্রথম বর্ষে পড়ার সময় এক তপ্ত দুপুরে আন্দরকিল্লা মোড়টা পার হচ্ছিলাম। মাথার উপর গনগনে সূর্য। রোদের আঁচে আমার মুখ কিছুটা লালচে আকার ধারণ করেছে। ঘামে ভেজা শার্ট আর গেঞ্জি শরীর জুড়ে লেপ্টে আছে।
কোনো এক কারণে আমার মন ভালো নেই।
মন খারাপ মুহুর্তে আমার শিল্পীমন জেগে ওঠে। কবিতা কোনো কালেই ভালো লিখতে পারি নি। সেই অভাব ছবি আঁকার মাধ্যমে পূরণ করতাম। চারুকলায় পড়ার শখ ছিল খুব। শিল্পী হবার একটা সুপ্ত বাসনা ছিল, হতে পারি নি। কিন্তু ছবি আঁকা আমাকে ছেড়ে যায় নি। এই একটা সময় সব ক্লান্তি ভুলে আপন মনে মগ্ন হতে পারতাম। আহা সেই সব দিন!
সেই অস্থির দুপুরে আন্দরকিল্লার কোনো একটি দোকানে ঢুকে আর্ট-খাতা কিনি একটা; সাথে জল-রঙ এর একটা বক্স আর এক ডজন প্যাস্টেল রঙ। ইজেল-টিজেল কেনার টাকা ছিল না, ঝামেলাও নিতে চায় নি।
মোটা আর্ট-পেপারে বাঁধা একটা খাতা। ভাবলাম এটা হোক আমার ছবি আঁকার খাতা। ব্যাগের মধ্যে রাখা যাবে, আর যখনি মন চাইবে আঁকি-বুকিতে সাদা-পাতাকে রঙিন করে দেব।
সেই আর্ট-খাতা খুললে এখন আমার উপর ভর করে অনেক স্মৃতি। কত সব অদ্ভুত সব কারণে মনটা আর্দ্র হয়ে ওঠে। চোখে ভেসে ওঠে কত-শত দৃশ্য। কত বিনিদ্র রজনী, বুক ভার করা মূহুর্তরা পুনরায় মস্তিস্কের নিউরনে ঝড় তোলে। প্রত্যেকটা রেখা, রঙের আঁচড় আমার কত নির্মম কষ্ট, হাহাকার আর আনন্দ-বেদনাকে ধারন করে আছে, তা অন্য কোথাও লেখার জন্য তোলা থাক। এই পাতাটি শুধু বিশুদ্ধ শিল্পের কলকাকলিতে মুখরিত থাকুক।
কোনো এক কারণে আমার মন ভালো নেই।
মন খারাপ মুহুর্তে আমার শিল্পীমন জেগে ওঠে। কবিতা কোনো কালেই ভালো লিখতে পারি নি। সেই অভাব ছবি আঁকার মাধ্যমে পূরণ করতাম। চারুকলায় পড়ার শখ ছিল খুব। শিল্পী হবার একটা সুপ্ত বাসনা ছিল, হতে পারি নি। কিন্তু ছবি আঁকা আমাকে ছেড়ে যায় নি। এই একটা সময় সব ক্লান্তি ভুলে আপন মনে মগ্ন হতে পারতাম। আহা সেই সব দিন!
সেই অস্থির দুপুরে আন্দরকিল্লার কোনো একটি দোকানে ঢুকে আর্ট-খাতা কিনি একটা; সাথে জল-রঙ এর একটা বক্স আর এক ডজন প্যাস্টেল রঙ। ইজেল-টিজেল কেনার টাকা ছিল না, ঝামেলাও নিতে চায় নি।
মোটা আর্ট-পেপারে বাঁধা একটা খাতা। ভাবলাম এটা হোক আমার ছবি আঁকার খাতা। ব্যাগের মধ্যে রাখা যাবে, আর যখনি মন চাইবে আঁকি-বুকিতে সাদা-পাতাকে রঙিন করে দেব।
সেই আর্ট-খাতা খুললে এখন আমার উপর ভর করে অনেক স্মৃতি। কত সব অদ্ভুত সব কারণে মনটা আর্দ্র হয়ে ওঠে। চোখে ভেসে ওঠে কত-শত দৃশ্য। কত বিনিদ্র রজনী, বুক ভার করা মূহুর্তরা পুনরায় মস্তিস্কের নিউরনে ঝড় তোলে। প্রত্যেকটা রেখা, রঙের আঁচড় আমার কত নির্মম কষ্ট, হাহাকার আর আনন্দ-বেদনাকে ধারন করে আছে, তা অন্য কোথাও লেখার জন্য তোলা থাক। এই পাতাটি শুধু বিশুদ্ধ শিল্পের কলকাকলিতে মুখরিত থাকুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন