হঠাৎ করেই সিদ্ধান্ত। দেশে টানা কয়েকমাসের অবরোধ চলছিল। আন্ত-জেলা যোগাযোগ-ব্যবস্থা কার্যত অচল। আমি আফ্রিকা থেকে দেশে এসে গৃহবন্দি। তথাপি এই দুর্যোগের মধ্যে কীভাবে যেন বিয়েটা করে ফেললাম! এইবার তো ডাবল বন্দী! মন আঁকুপাঁকু করছিল। কোথাও থেকে ঘুরে আসি।
অবশেষে বিএনপি-জামাতের অবরোধ শিথিল হলো কী একটা কারণে যেন। ভাবলাম এই সুযোগ। বেরিয়ে পড়া যাক। যেই ভাবা সেই কাজ। অনেক ভেবচিন্তে দেখলাম এই মুহুর্তে ভ্রমণের জন্য বান্দরবান হতে পারে আদর্শ জায়গা। বউকে আধাঘন্টা সময় দিলাম, জানি দু-ঘন্টা লাগাবে। কিন্তু এক ঘণ্টা সময় দিলে তো চার ঘণ্টা লাগাতো!
যাইহোক বউ আমার এক ঘন্টার মধ্য পুরো রেডি। বেরিয়ে পড়লাম। বহদ্দারহাট থেকে বাসে উঠে গেলাম। এর মধ্যে দু-একজন বন্ধুকে ফোন দিয়ে কিছু হোটেলের তথ্য ও ফোন নাম্বার জেনে নিলাম।
এবার শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়, আই লাবু!
অবশেষে বিএনপি-জামাতের অবরোধ শিথিল হলো কী একটা কারণে যেন। ভাবলাম এই সুযোগ। বেরিয়ে পড়া যাক। যেই ভাবা সেই কাজ। অনেক ভেবচিন্তে দেখলাম এই মুহুর্তে ভ্রমণের জন্য বান্দরবান হতে পারে আদর্শ জায়গা। বউকে আধাঘন্টা সময় দিলাম, জানি দু-ঘন্টা লাগাবে। কিন্তু এক ঘণ্টা সময় দিলে তো চার ঘণ্টা লাগাতো!
যাইহোক বউ আমার এক ঘন্টার মধ্য পুরো রেডি। বেরিয়ে পড়লাম। বহদ্দারহাট থেকে বাসে উঠে গেলাম। এর মধ্যে দু-একজন বন্ধুকে ফোন দিয়ে কিছু হোটেলের তথ্য ও ফোন নাম্বার জেনে নিলাম।
এবার শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়, আই লাবু!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন