শনিবার, ৩ অক্টোবর, ২০১৫

লেক ভিক্টোরিয়ার স্মৃতি

লেক ভিক্টো্রিয়া
 আমার সবচেয়ে প্রিয় লেকসমূহের কথা যদি বলতে হয় তাহলে সর্বাগ্রে নাম আসবে উগান্ডায় অবস্থিত 'লেক ভিক্টোরিয়া-র।' আমার একান্ত কাটানো অসংখ্য স্মৃতি যেমন আছে তেমনি দলবেঁধে হৈ-হুল্লোর করার ঘটনাও বিরল নয়।উগান্ডায় সাধারণত আমরা ছুটি বা আর-এন-আর-এ (R&R: Rest and Recreation) আসতাম। কঙ্গো-তে কাজ করতে করতে যখন ক্লান্ত, একঘেঁয়েমি তাড়ানোর জন্য আমাদের প্রিয় স্থান ছিল উগান্ডা। উগান্ডা-তে যুদ্ধ নাই, আমাদের দৈনন্দিন মিশন-সম্পর্কিত দুর্ভাবনা নাই, মিটিং নাই, কনফারেন্স নাই, পিটি নাই, গেমস নাই; বলা যেতে পারে যা আছে একান্ত নিজের কিছু ব্যক্তিগত সময়।

অনেকে আমরা স্রেফ ঘুমাতাম, একটু এদিক-ওদিক ঘুরে বেড়াতাম, সমমনা দুয়েকজন মিলে সন্ধ্যাবেলায় বারে বসে হালকা পানাহার করতাম কালেভদ্রে। কিন্তু আমার সবচেয়ে ভালো লাগতো লেক ভিক্টোরিয়ার পাড়ে গিয়ে বসে থাকতে। লেকের পাড়ে ছিল পার্কের মত বসার জায়গা, ছিল রেস্টুরেন্ট। আমি একেক সময় একেক জায়গায় গিয়ে বসতাম। মন ভালো হয়ে যেত। নিঃসঙ্গ সময় কাটাতাম। অদ্ভুত এক ভালোলাগায় মন প্রশান্তিতে ভ'রে ওঠতো।

কতবার এসে বসেছি এই লেকের পাড়ে তার ইয়ত্তা নেই। কতশত ঘণ্টা এই লেকের কলকল ধ্বনির সাথে মিশে গিয়ে কালের গর্ভে হারিয়ে গেছে সে হিসাব আজ আর কেউ করবে না। কিন্তু মনের ভেতর যে অনুরণন আজো বয়ে যায়, তা আমৃত্যু অক্ষয় হয়ে থাকবে।
























কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন