আমার বেলায়ও সেই রকমটি হয়েছিল। আমি বুঝতে পারছিলাম, চেষ্টা করছিলাম মাথা ঠাণ্ডা রাখার, এবং এমন না যে অনেক উল্টা-পাল্টা কিছু করে ফেলছি, কিন্তু তবুও আমার ইচ্ছে হচ্ছিল সবকিছুকে গোগ্রাসে গলাধকরণ করি, আর সেইরকম করতেই গেলেই যে বদহজম হয় মন সেটা অনুধাবনই করতে ব্যর্থ হচ্ছিল। ফলত আমি ঘুরে বেড়িয়েছি অনেক, কিন্তু আজ মনে হচ্ছে দেখেছি কম, আর উপলব্ধি করেছি আরো কম। মনে হয়েছিল, প্রথমবার আমি ভ্রমণটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা যাকে বলে সেটা করতে পারছি না। দ্বিতীয়বার আসতে হবে আবার, হয়তো খুব শান্ত মনে আমি উপভোগ করতে পারবো চারপাশ, মিউজিয়ামে গেলে খুব নিবিড়ভাবে পারবো আস্বাদন করতে শিল্পের রস। এই পেইন্টিং থেকে ওই পেইন্টিং-এর দিকে দৌঁড়াদৌঁড়ি, এই ভাস্কর্যের সামনে একটু দাঁড়িয়েছি তো মনে হছে অন্য কোনো দিকে চমৎকার কিছু মিস করে ফেলতে যাচ্ছি - এইসব শিশুসুলভ পাগলামো যে কীভাবে পেয়ে বসে এটা ভাবলেই হতবাক হয়ে যায়। আর এই সব বাচ্চামোর জন্য ভালো করে কোনোটাই দেখা হচ্ছে না। এ-এক অস্থির মানসিক অবস্থা। এটা থেকে বের হতে না পারলে ভ্রমণ অসম্পূর্ণ হতে বাধ্য। আবার যখন যাবো প্যারিস-এ আমি জানি আমি আবার নতুন করে দেখবো সবকিছু, হয়তো মনে হবে আগেরবার কিছুই দেখি নাই। কিংবা কি জানি হয়তো সেই বালসুলভ অস্থিরতা আবার আমাকে অস্থির ক'রে দেবে, কে জানে!
রবিবার, ১১ অক্টোবর, ২০১৫
প্যারিসের পথে পথে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন