এ- এক অদ্ভূত মৃত্যুপুরী,
চারিদিকে শ্মশানের নীরবতা,
প্রয়াতদের কিম্ভূত অট্টহাস্য; অন্তরাত্মা বিদীর্ণ করা তাচ্ছিল্যের হিমদৃষ্টি,
আয়ুষ্মানদের ভীত আর্ত চোখ,
পলায়নপরতা আর অসহায়তার রোমহর্ষক হাহাকার
বুকের ভেতর মোচড় দিয়ে ওঠা আকুতি বেঁচে থাকার -
হোক জীবন শিয়াল-কুকুরের
তবু ভিক্ষা মাগে জীবনের!
কণ্ঠে শব্দ নেই অনন্ত কাল, চোখে ভাষা নেই
গায়ে নেই শক্তি,
ব্জ্রমুষ্টি কাকে ব'লে শিখেনি কোনো কালে
এ-তবে কেমন বেঁচে থাকা?
মৃত্যু কি নয় শ্রেয়তর
এর চেয়ে?
=============
৩১ অক্টোবর ২০১৫
ঢাকা
চারিদিকে শ্মশানের নীরবতা,
প্রয়াতদের কিম্ভূত অট্টহাস্য; অন্তরাত্মা বিদীর্ণ করা তাচ্ছিল্যের হিমদৃষ্টি,
আয়ুষ্মানদের ভীত আর্ত চোখ,
পলায়নপরতা আর অসহায়তার রোমহর্ষক হাহাকার
বুকের ভেতর মোচড় দিয়ে ওঠা আকুতি বেঁচে থাকার -
হোক জীবন শিয়াল-কুকুরের
তবু ভিক্ষা মাগে জীবনের!
কণ্ঠে শব্দ নেই অনন্ত কাল, চোখে ভাষা নেই
গায়ে নেই শক্তি,
ব্জ্রমুষ্টি কাকে ব'লে শিখেনি কোনো কালে
এ-তবে কেমন বেঁচে থাকা?
মৃত্যু কি নয় শ্রেয়তর
এর চেয়ে?
=============
৩১ অক্টোবর ২০১৫
ঢাকা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন