বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

ভালোবাসার আফ্রিকা















বুক ভরে নিঃশ্বাস নেয়া যেত আফ্রিকার বাতাসে।
রৌদ্র ঝলমলে দিনে আকাশে ভেসে বেড়াত সাদা সাদা মেঘ,
মেঘেদের গায়ে লেগে থাকত বিচিত্র আকৃতির বাহার!

এখানে আকাশকে ঢেকে দাঁড়িয়ে থাকতো না কিম্ভূত ও অশ্লীল কোনো দীর্ঘ দালান।
আকাশ আর মেঘ দেখার জন্য কোনো প্রচেষ্টার হতোনা প্রয়োজন,
বরং আকাশ এসে চোখের সামনে মেলে ধরত তার চোখ ধাঁধানো নীলাভ রূপ!
মেঘ আর মেঘের পালক চোখের পাতা গলে হারিয়ে যেত অক্ষি-গোলকে!

আমার খুব ইচ্ছে করত এক দলা মেঘ চালান করে দিতে মুখের ভেতরে।
আহা! চোখের তৃপ্তিতে ভরে যেত উদরের সুখ,
ইচ্ছে হত আফ্রিকার  এই হরিৎ  প্রান্তরের নরম ঘাসের উপর শুয়ে কাটিয়ে দেই যুগের পর যুগ!


আফ্রিকার অরণ্য, তার বীর্যবান মনুষ্যদল, তার নিষ্কলঙ্ক প্রকৃতি, কালো নারীর মায়াভরা  গভীর চোখ,
পৃথিবীর আদিমতর সভ্যতা, আদিগন্ত সাভান্নায় ঘুরে বেড়ানো অপরূপ পশুর পাল,
মুগ্ধতা আর মুগ্ধতায় আমাকে জড়িয়ে রেখেছে কত যে কাল!
কত যে কাল!



  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন